হাতিরঝিলে চলাচলকারী চক্রাকার বাসে এখন থেকে ‘র্যাপিড পাস’ কার্ড ব্যবহার করে ভাড়া পরিশোধ করা যাবে।
রোববার (২০ জুলাই) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রাজধানীর এফডিসি সংলগ্ন কাউন্টার এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
র্যাপিড পাস চালুর ফলে যাত্রীরা এখন মেট্রোরেলের মতো হাতিরঝিলের বাসেও একই কার্ড ব্যবহার করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী মো. খোদা বখস চৌধুরী ও শেখ মইনউদ্দিন। আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
টিএইচ