রবিবার, ২০ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ন্যূনতম আয়কর ৫০০০ টাকা, নতুনদের ১০০০

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম আয়কর ৫০০০ টাকা, নতুনদের ১০০০

করমুক্ত সীমা পেরোলেই যেকোনো এলাকার করদাতাকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা গুনতে হবে। তবে নতুন করদাতার জন্য এই পরিমাণ এক হাজার টাকা ঠিক করা হয়েছে।

সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় অবস্থিত করদাতার ন্যূনতম করের হার পাঁচ হাজার টাকা এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় অবস্থিত করদাতার ন্যূনতম করের হার চার হাজার টাকা।

সিটি করপোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতাকে ন্যূনতম কর হিসেবে তিন হাজার টাকা দিতে হয়। এখন যেকোনো এলাকার করদাতার জন্য সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আয়করের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ টাকা করা হয়েছে। তবে গেজেটভুক্ত জুলাইযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা পাঁচ লাখ ২৫ হাজার টাকা ঠিক করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

টিএইচ