রবিবার, ২০ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
The Daily Post

কলাপাড়ায় স্লুইসগেট বেহালে দুর্ভোগে এলাকাবাসী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় স্লুইসগেট বেহালে দুর্ভোগে এলাকাবাসী

পটুয়াখালীর কলাপাড়ায় রেড়িবাঁধের ওপর ভঙ্গুর হয়ে বেহাল অবস্থায় রয়েছে জনগুরুত্বপূর্ণ একটি স্লুইসগেট। চলতি বর্ষা মৌসুমে যেকোনো ঘূর্ণিঝড়, জ্বলোচ্ছাস কিংবা স্বাভাবিক জোয়ারের চেয়ে অতিরিক্ত পানিতে সম্পূর্ণ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ স্লুইসগেটসহ বেড়িবাঁধটি।

এতে ফসলের জমির ক্ষতিসহ চরম দুর্ভোগের আশঙ্কা করছেন ওখানকার ৮-১০টি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ। বলছিলাম উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ৪৭/৫ পোল্ডার নাম্বারের স্লুইসগেটের কথা। স্থানীয়দের কাছে যা কালামের স্লুইসগেট নামেও পরিচিত। অতিদ্রুত এটাকে সংস্কার করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বেড়িবাঁধ সংলগ্ন স্লুইসগেটটি অবস্থিত। কিছুদিন আগের নিম্নচাপ এবং অতিরিক্ত জোয়ারের পানিতে বেড়িবাঁধসহ স্লুইসগেটটি প্রায় অর্ধেকের বেশি ভেঙে গেছে।

স্বাভাবিক জোয়ারের তুলনায় অতিরিক্ত পানিতেই যেকোনো সময় পুরোপুরি ভেঙে যেতে পারে স্লুইসগেটটি। এতে ওই ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে, কৃষি জমির চাষাবাদসহ ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে ওই এলাকার খেটে খাওয়া মানুষগুলোর।

স্থানীয় বদ্দর পহল্লান, ইব্রাহিম প্যাদা, ফরিদ বিশ্বাস ও চম্পা বেগমসহ অনেকেই জানান, স্লুইসগেটটি খুবই খারাপ অস্থায় রয়েছে। যেকোনো সময় এটি সম্পূর্ণ ভেঙে যাতায়তসহ গ্রামে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। এতে কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। অতিদ্রুত বেড়িবাঁধসহ স্লুইসগেটটি সংস্কারের দাবি জানান তারা।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলম বলেন, বিগত জলোচ্ছাসে চান্দুপাড়া এলাকায় ৪৭/৫ নাম্বার স্লুইসগেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আমরা জেনেছি। খুব দ্রুত এটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি সাংবাদিকদের জানান।

টিএইচ