সোমবার, ২১ জুলাই, ২০২৫
ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
The Daily Post

খোকসায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়ের আগের রাতে ঘটে ডাকাতির ঘটনা। গত শনিবার রাতে কৃষক বিধান কুমার রায়ের বাড়িতে হামলা চালায় একদল সশস্ত্র ডাকাত। এসময় তার মেয়ে সাথী রায়ের বিয়ের প্রস্তুতি চলছিল।

ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে পুরো পরিবারকে এবং লুট করে নেয় সোনার গহনা ও নগদ অর্থ। পরিবার সূত্রে জানা যায়, দুজন নারীর কাছ থেকে কানের দুলসহ বেশ কিছু স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে যায় ডাকাতরা।

খোকসা থানার ওসি শেখ মইনুল ইসলাম জানান, গতরাত আনুমানিক আড়াইটার দিকে একটি ডাকাত দল ওই বাড়িতে হামলা চালায়। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি, কারণ পরিবারটি বিয়ের আয়োজনে ব্যস্ত। তবে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

ঘটনার সময় পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা সুকুমার বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস জানান, তিনি ডাকাতির সময়ের চিৎকার শুনেছিলেন এবং আতঙ্কে ছিলেন।

টিএইচ