পটুয়াখালীর মির্জাগঞ্জে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামে। স্কুলছাত্রী সাজিয়াতুজ জোহরা মুগ্ধা (১৩) একই গ্রামের মো. শাহাজাদা ফকিরের কন্যা ও সে ঘটকের আন্দুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্রীর পিতা দীর্ঘদিন প্রবাসে আছেন। পিতা-মাতার অবর্তমানে সে তার দাদি রোকেয়া বেগমের কাছে থেকে পড়াশোনা করতো। ঘটনার দিন রাতে পড়ার সময়ে পাশে বসে দাদি প্রতিবেশী এক মহিলার সাথে কথা বলছিলেন, এসময়ে পড়াশোনায় সমস্যা হচ্ছে জানিয়ে অন্যত্র গিয়ে কথা বলতে বললে এ নিয়ে দাদীর সঙ্গে মুগ্ধার কথা কাটাকাটি হয়।
এর কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের দরজা খুলতে গেলে মুগ্ধার কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ডেকে নিয়ে ঘরের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেন। মির্জাগঞ্জ থানার ওসি মো. শামিম হাওলাদার জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টিএইচ