রবিবার, ২০ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
The Daily Post

যশোর-বেনাপোল সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

যশোর ব্যুরো

যশোর-বেনাপোল সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেলে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি মো. আবুল হাসনাত।

ওসি বলেন, ‘প্রাইভেটকারটি যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। নতুনহাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি রেইন্ট্রি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মিলন ও জুই মারা যান।’

নিহতরা হলেন— যশোর শহরের খড়কি স্টেডিয়ামপাড়া এলাকার মিলন এবং উপশহরের সারথী মিল এলাকার জুই। আহতদের নাম মামুন ও মাসুদ।

আহত মামুন ও মাসুদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, দুর্ঘটনা সম্পর্কে তদন্ত চলছে।

টিএইচ