রবিবার, ২০ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
The Daily Post

দুর্গাপুরে দম্পত্তির ঝুলন্ত লাশ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরে দম্পত্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২০ জুলাই) ভোরে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে স্ত্রীর বাবার বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহতরা হলো, কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১) ও চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪), সোহাগ পেশায় ছিল দিনমজুর।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রায় তিন বছর আগে ঝুমা ও সোহাগের বিয়ে হয়। এই দম্পতির দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

গত এক সপ্তাহ আগেও তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়, তবে সেসময় সমযোতাও হয়। রোববার ভোরে হঠাৎ তাদের ঘরে শিশুর কান্নার শব্দ শুনতে পায় ঝুমা আক্তারের বাবা রহিম উদ্দিন। পরে তিনি গিয়ে দেখেন ঘরের ধরনার সঙ্গে ঝুলছে তার মেয়ে ও জামাই, এতক্ষণে বুঝতে পেরেছে যে তাদের মৃত্যু হয়েছে। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্তাধীন আছে।

টিএইচ