সাতক্ষীরার দেবহাটায় কয়েক দিনের টানা বৃষ্টিতে গ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।
বৃষ্টিতে বাড়ির উঠানে ও বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যান চলাচলেও সমস্যায় পড়ছেন চালকরা।
এলাকাবাসীরা জানান, টানা কয়েকদিনের বৃষ্টির কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে পানি প্রবেশ করছে। ঠিকমতো দোকানপাট খুলতে পারছেনা ব্যবসায়ীরা।
একদিকে ইছামতি নদীতে জোয়ার, অন্যদিকে টানা বৃষ্টি পানিতে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ ও নিম্নআয়ের মানুষদের। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ।
উপজেলা কৃষি অফিসার সওকত ওসমান জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে রোপা আমন ও আমনের বীজতলাসহ বিভিন্ন সবজি ক্ষেত নিমজ্জিত রয়েছে। বৃষ্টির পানি স্থায়ী হলে আমন বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
টিএইচ