রবিবার, ২০ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
The Daily Post

নরসিংদীতে অস্ত্রসহ যুবক আটক

তারেক পাঠান, নরসিংদী

নরসিংদীতে অস্ত্রসহ যুবক আটক

নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকা থেকে অস্ত্র ও  গুলিসহ সগির আহম্মেদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সগির আহম্মেদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুরে  তাকে আটক করা হয়।

আটক সগির জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিলাসদী এলাকায় অস্ত্র কেনা-বেচা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে সগিরকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড তাজা গুলি ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,   আটক সগিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টিএইচ