সোমবার, ২১ জুলাই, ২০২৫
ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ফেনীতে সিএনজি চোরচক্রের সদস্য গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনীতে সিএনজি চোরচক্রের সদস্য গ্রেপ্তার

ফেনীতে অভিযান চালিয়ে ১০ মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা সিএনজি চোর চক্রের মূলহোতা মো. দুলালকে গ্রেপ্তার করেছে র্যাব।

রোববার (২০ জুলাই) র্যাব-৭ এর পক্ষ থেকে গুমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত শনিবার রাতে শহরের মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলাল সোনাগাজী উপজেলার সুজাপুর গ্রামের মৃত জুলকু মিয়ার ছেলে।

র্যাব সূত্রে জানা যায়, বিগত ২০১৭ সালের ২৪ অক্টোবর সোনাগাজী মডেল থানায় করা এক চুরির মামলায় দুলালকে এক বছর দুই মাস সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছিলেন আদালত।

দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গত শনিবার রাতে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে শহরের মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সিডিএমএস পর্যালোচনা করে দুলালের বিরুদ্ধে ফেনী সদর, সোনাগাজী ও ছাগলনাইয়া থানায় করা চুরি, ডাকাতি ও ছিনতাই সংক্রান্ত ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। ফেনী র্যাব ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান বলেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ