শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
The Daily Post

১৯ পদে লোক নেবে রপ্তানি উন্নয়ন ব্যুরো

নিজস্ব প্রতিবেদক

১৯ পদে লোক নেবে রপ্তানি উন্নয়ন ব্যুরো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো। ১৯ পদে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, নির্বাহী সহকারী, তদন্তকারী, সহকারী সম্পাদক, ফটোগ্রাফার, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ইউডিএ কাম একাউনটেন্ট, হিসাব সহকারী (ইউডিএ), সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অভ্যর্থনাকারী, টেলিফোন অপারেটর, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটেটর, গাড়িচালক, অফিস সহায়ক (এমএলএসএস), অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী (এমএলএসএস কাম- গার্ড)।

পদসংখ্যা: মোট ৪৯ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/ এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে (http://epb.teletalk.com.bd) এই ঠিকানায়।

আবেদনের শুরুর তারিখ: অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে ২ অক্টোবর ২০২২ থেকে।

আবেদনের শেষ তারিখ: আবেদন জমাদানের শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২২ বিকেল ৫টা পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিংকে ক্লিক করুন।

টিএইচ