অন্তর্বর্তী সরকার দেশের এমপিওভুক্ত এতসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
বুধবার সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।
বৈঠকে শিক্ষকরা সর্বজনীন বদলি, বাড়িভাড়া ও চিকিৎসাভাতার বিষয়ে জোর দেন। বিষয়টি যাচাই করার জন্য শিক্ষা উপদেষ্টা ৯ সদস্যের একটি কমিটি গঠন করেন।
এছাড়া বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মাসে ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসাভাতা পান। প্রস্তাব অনুযায়ী, বাড়িভাড়া দুই হাজার ও চিকিৎসাভাতা এক হাজার টাকা করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিন সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেন দেশের ৬৪ জেলার কয়েক হাজার এমপিওভুক্ত শিক্ষক। সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। তবে সচিবালয়ের সঙ্গে বৈঠক ইতিবাচক হওয়ায় শিক্ষকরা বিকেল ৩টার দিকে সমাবেশ শেষ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে মোট ২৬,৪৪৭টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক এবং ১ লাখ ৭৭ হাজার কর্মচারী।
টিএইচ