টেস্ট প্রথম ইনিংস
হাসানের ৫ উইকেট, ৩৭৬ রানে থামলো ভারত
৩৭৬ রানে থেমেছে ভারতের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনে তাসকিনের তিন ও হাসান মাহমুদের এক উইকেটে অলআউট হয় ভারত।
৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ভারত শুরুর দিকে রবীন্দ্র জাদেজার উইকেট হারায়। তবে জাদেজা (৮৬ রান) আউট হলেও অশ্বিন টিকে ছিলেন আরো কিছুক্ষণ।
নবম উইকেট হিসেবে যখন অশ্বিন আউট