বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

পেঁয়াজ আমদানি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই আমদানি করা হবে। আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে। যে দেশে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে।’

মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, ‘পাটপণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আরোপ করার ফলে লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে অনেক বাণিজ্য ঘাটতি রয়েছে। ব্যবসায়ীরা তা কীভাবে মোকাবিলা করছেন, তারাই ভালো বলতে পারবেন। এক্ষেত্রে সমস্যা আছে বলে মনে হচ্ছে না।’

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও, এখনো সাড়া মেলেনি বলে জানান শেখ বশিরউদ্দীন।

টিএইচ