রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
The Daily Post

মাইলস্টোন ট্রাজেডি : ২৪ দিন পর মারা গেলেন শিক্ষিকা মাহফুজা

নিজস্ব প্রতিবেদক

মাইলস্টোন ট্রাজেডি : ২৪ দিন পর মারা গেলেন শিক্ষিকা মাহফুজা

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় মাহফুজা (৪৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, “আজ দুপুর পৌনে ১টার দিকে শিক্ষিকা মাহফুজা মারা গেছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল।”

এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৯ জন মারা গেছেন। বর্তমানে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সেই সময় ৩৪ জনের মৃত্যু হয়েছে। শিক্ষিকা মাহফুজার মৃত্যু যোগ হওয়ার পর এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু।

টিএইচ