মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মেট্রোরেল উদ্বোধন, যুক্তরাষ্ট্রের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল উদ্বোধন, যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রো রেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, ঢাকায় দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করার জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমরা মরিয়ম আফিজাসহ ছয় নারী মেট্রো ট্রেন অপারেটরদের উদ্দেশে বিশেষ অভিনন্দন জানাতে চাই।

প্রসঙ্গত, বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকায় দেশের ইতিহাসে প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয়।

টিএইচ