বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
The Daily Post

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়ার সুপারিশ

পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি বা অতীতের তারিখে কার্যকর হবে এমন পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি।

বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এ প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে ‘বঞ্চনার শিকার ও অবসরে যাওয়া’ কর্মকর্তাদের আবেদন যাচাইয়ের জন্য গত বছরের সেপ্টেম্বরে এই কমিটি গঠিত হয়।

কমিটি তাদের প্রতিবেদনে সুপারিশ করেছে যে, গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন কর্মকর্তাসহ মোট ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে।

এছাড়া আবেদন করা কর্মকর্তাদের মধ্যে ১৩২ জনকে পদোন্নতির সুপারিশ করেনি বলে উঠে এসেছে কমিটির প্রতিবেদনে।

টিএইচ