মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

জুলাই সনদ তৈরিতে সব দলকেই ছাড় দিতে হবে : আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ তৈরিতে সব দলকেই ছাড় দিতে হবে : আলী রীয়াজ

দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (২২ জুন) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী দুইদিন বিরতি দিয়ে বুধবার আবারও বৈঠক হবে। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানাচ্ছি।

বৈঠক সূত্র জানা যায়, উচ্চকক্ষ গঠন, সংসদে নারীর প্রতিনিধিত্ব এবং সীমানা নির্ধারণ নিয়ে আজ আলোচনা হবে। এরিমধ্যে বৈঠকে যোগ দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

টিএইচ