ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। বুধবার ডিএসসিসির নগর ভবনের মিলনায়তনে প্রশাসক মো. শাহজাহান মিয়া এই বাজেট ঘোষণা করেন।
বাজেট অনুযায়ী, ৮৪৫.১৬ কোটি টাকা প্রারম্ভিক আয় ধরা হয়েছে।
এছাড়া ১ হাজার ৩২০.৪০ কোটি টাকা রাজস্ব আয়, ১২৭ কোটি টাকা সরকারি ও বিশেষ বরাদ্দ, ১ হাজার ৪৬৯.২৪ কোটি টাকা সরকারি ও বৈদেশিক উৎস থেকে প্রাপ্তি এবং অন্যান্য আয় ৭৯.৫৫ কোটি টাকা ধরা হয়েছে।
ব্যয়ের হিসাবে মোট পরিচালনা ব্যয় হিসেবে ধরা হয়েছে ৬৩৫.৩৩ কোটি টাকা, অন্যান্য ব্যয় ১৫.০১ কোটি টাকা। নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ৮৭৬.৬৪ কোটি এবং সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় ১ হাজার ৪৬৯.২৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন ব্যয়ের মোট পরিমাণ ২ হাজার ৩৪৫.৮৮ কোটি টাকা। সমাপনী স্থিতি (এফডিআরসহ) ব্যয় হিসেবে ধরা হয়েছে ৮৪৫.১৬ কোটি টাকা।
খাতভিত্তিক বরাদ্দে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সরকারি ও বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পে, যা ১ হাজার ৪৬৯.২৪ কোটি টাকা বা মোট বাজেটের ৩৮ শতাংশ।
‘অন্যান্য ব্যয়’ খাতে বরাদ্দ রয়েছে ১ হাজার ১৫০.২৬ কোটি টাকা, যা বাজেটের ২৯.৫৩ শতাংশ। সড়ক ও ট্রাফিক অবকাঠামোর জন্য বরাদ্দ রয়েছে ৩৬৫.১১ কোটি টাকা (১০ শতাংশ)।
খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের জন্য মোট বাজেটের ৩ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা ১১৫ কোটি টাকা। ভৌত অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ রয়েছে ১২৬.৪৮ কোটি টাকা।
বেতন-ভাতা খাতে বরাদ্দ রয়েছে ৩৫৫ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনায় ৫৭.২০ কোটি, বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়নে ৫.২৬ কোটি, মশকনিধন ও স্বাস্থ্য খাতে ৫৭.৪৪ কোটি এবং কল্যাণমূলক ব্যয়ে ১৩.৩৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
গত ২০২৪-২৫ অর্থবছরে ডিএসসিসি ৬ হাজার ৭৬০.৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল। পরে সংশোধিত বাজেট ধরা হয় ২ হাজার ৬৬৭.৫৯ কোটি টাকা।
টিএইচ