শুক্রবার, ০৩ মে, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
The Daily Post
বাংলাদেশে প্রভাব পড়ার শঙ্কা নেই

তামিলনাড়ুতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মান্ডুস’

আন্তর্জাতিক ডেস্ক

তামিলনাড়ুতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মান্ডুস’

ভারতের তামিলনাড়ুতে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্ডুস। ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে ভারতের তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আঘাত হানে মান্ডুস। এ অবস্থায় চেন্নাই বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হয়েছে। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকানপাট। খবর জি নিউজের।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার মধরাতে এ ঘূর্ণিঝড়ের বর্ধিতাংশ যখন চেন্নাইয়ের মামাল্লাপুরমের কাছ দিয়ে স্থলভাগে উঠে আসতে শুরু করে, তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার।  

ঝড়ের প্রভাবে আগে থেকেই ওই এলাকায় শুরু হয়েছিল প্রবল বাতাস, সাথে তুমুল বর্ষণ। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ থেকে মোটামুটি ১৬ শ কিলোমিটার দূরে থাকায় এ ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান।

তবে ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আগের মতই ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

২ নম্বর সংকেতের মানে হল, দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। বন্দর এখনও ঝড়ের কবলে পড়েনি, তবে বন্দর ছেড়ে যাওয়া জাহাজ পথে বিপদে পড়তে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদের গভীর সাগরে বিচরণে নিষেধ করা হয়েছে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, এ ঝড় বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে। শনিবারের মধ্যেই তা ধীরে ধীরে স্থল নিম্নচাপে পরিণত হবে।

টিএইচ