রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

‘নির্বাচন ইস্যুতে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না চীন’

নিজস্ব প্রতিবেদক

‘নির্বাচন ইস্যুতে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না চীন’

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, নির্বাচন ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীন হস্তক্ষেপ করবে না।

বুধবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।

এসময় চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসাবে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সব রকম সহযোগিতা করবে চীন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন।

মিটিংয়ের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। একই সঙ্গে, বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে চীনা বিনিয়োগকারীদের।

টিএইচ