বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
The Daily Post
উপজেলা পরিষদ নির্বাচন

প্রথম ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক

প্রথম ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সারাদেশে ১৫২ টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রথম ধাপে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮মে ভোট গ্রহণ। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৭ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এছাড়া প্রার্থীতা প্রত্যাহার ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ করা হবে ২৩ এপ্রিল। প্রতিনিধিদের পাঠানো খবর—

খাগাড়ছড়ি : খাগাড়ছড়ির চার উপজেলা পরিষদ নির্বাচনে ৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১০ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত সোমবার ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

মাটিরাঙ্গা : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেয়ারম্যান ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.রফিকুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক মো.তাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মো.আবুল কাশেম ভুইয়া ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.রইস উদ্দিন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, উপজেলা আ.লীগের নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেন, অনিরঞ্জন ত্রিপুরা ও পার্বত্য নাগরিক পরিষদ নেতা মো.জালাল মিয়া। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম, ও সাবেক ইউপি সদস্য আমেনা বেগম। 

রামগড় : খাগড়াছড়ির রামগড়ে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের ও কংজঅং মারমা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মো.আনোয়ার ফারুক, মো.মোবারক হোসেন বাদশা, মো.ওমর ফারুক, মো.নুরুল আমিন ও মো.শামসুদ্দিন মিলন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও নাছিমা আহসান নিলা মনোনয়ন জমা দিয়েছেন।

মানিকছড়ি : চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো.জয়নাল আবেদীন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.রফিকুল ইসলাম ও মো.আব্দুল হামিদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে মানিকছড়ি উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মো.জাহেদুল আলম মাসুদ, মানিকছড়ি উপজেলা যুবলীগ সভাপতি মো.সামায়উন ফরাজী সামু, মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় ও পার্বত্য নাগরিক পরিষদ নেতা মো.মোক্তাদির হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।  এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার ও আ.লীগ নেত্রী নূর জাহান আফরিন লাকি। 

লক্ষ্মীছড়ি : চেয়ারম্যান পদে ৬জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, চাথোইঅং মারমা, হরি মোহন চাকমা, নীলবর্ণ চাকমা ও রতন বিকাশ চাকমা। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে রতন বিকাশ চাকমা ও রাজেন্দ্র চাকমা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, সাগরিকা চাকমা, মিনুচিং মারমা ও অয়ক্রইপ্রু মারমা। এর আগে গত ২১ মার্চ খাগড়াছড়ির মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের তথ্য তথ্যমতে, এবারে খাগড়াছড়ির চার উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তিন উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত সোমবার প্রার্থীরা নিজ নিজ উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন মিলিয়ে মোট ৪৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

কিশোরগঞ্জ সদর : উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা আ.লীগের সভাপতি  মো.আওলাদ হোসেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুস সাত্তার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম। ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, খালেদ সাইফুল্লাহ সাফাত, আব্দুল জলিল, মো.জোবায়ের আলাম রাজিব, মোহাম্মদ জসিম উদ্দিন, শাহজাহান কবীর, মোহাম্মদ হাফিজ উদ্দিন, মো.আশরাফুল আরিফ, মোখলেছুর রহমান মিতুল, মো.নজরুল ইসলাম, রিফাত উদ্দিন আহমেদ বচ্চন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটি ও তাহমিনা আক্তার নাজমা। 

পাকুন্দিয়া : চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু, এ কে এম দিদার, এ কে এম হাবিবুর রহমান চুন্নু, আতাউর রহমান, এমদাদুল হক জুটন, আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ, কামাল হোসেন, হাজী মকবুল হোসেন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আতাউর রহমান, একেএম ফজলুল হক, আবুল কাশেম, মোহাম্মদ জুয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, মোছা.ললিতা বেগম, শামসুন্নাহার আপেল।

হোসেনপুর : চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, মো.নাজমুল আলম, মো.আশরাফ হোসেন, মোস্তাফিজুর রহমান মোবারিছ ও রৌশনারা রুনু। ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, নাঈম সুজন, আল-আমিন অপু, শফিউদ্দিন সরকার বাচ্চু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও ছাবিয়া পারভিন জেনি।

মাগুরা : মাগুরা সদর উপজেলায় ৭জন ও শ্রীপুর উপজেলায় ৪ প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মাগুরা সদর উপজেলায় ৩ লাখ ১৯ হাজার ২৮জন ভোটার রয়েছেন। মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মাগুরা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ এইচ এম জাহিদুর রেজা চন্দন, শেখ নবীব আলী, মীর আব্দুল কুদ্দুস, উত্তম কুমার বিশ্বাস, রেজাউল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন। 

শ্রীপুর (মাগুরা) : চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন- শরিয়াত উল্লাহ হোসেন রাজন, বর্তমান চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম এবং খোন্দকার আসরার এলাহী। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী হচ্ছেন- বাবুল রেজা, প্রান্ত কুমার চাকী, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, আলীনুর রহমান, খাইরুল আলম এবং খলিলুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হচ্ছেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলাতানা, জোয়ারদার স্বর্ণালী এবং কৃষ্ণা রানী দাস। এদিকে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী দলের  প্রার্থী জামাতের উপজেলা সেক্রেটারি  মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে ঘোষণা দিয়েছেন। ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী জামায়াতের উপজেলা সেক্রেটারি মো. মিজানুর রহমান বলেন,  কেন্দ্রীয়ভাবে নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিধায় নির্ধারিত সময়ের আগেই আমি প্রার্থিতা প্রত্যাহার করে নেব।

শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ১৮ প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সাইদ উজ-জামান সাঈদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড.মাসুদুল আলম দোহা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড.কৃষ্ণপদ মন্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, শ্যামনগর উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক মিসেস খালেদা আইয়ুব ডলি, সাতক্ষীরা জেলা পেশাজীবী মহিলা জামায়াতের সভানেত্রী প্রভাষক নুরুন্নেছা ইতি ও উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি প্রতিমা রানী হালদার। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ মাতুয়া মহাসঙ্ঘের সাতক্ষীরা জেলা সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন আহমেদ, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর চন্দ্র মন্ডল, সাবেক ছাত্রনেতা শেখ নাজমুল হুদা রিপন, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো.আল মামুন লিটন, বিধান কুমার জোরদার, সাতক্ষীরা জেলা যুবদলের সদস্য এম.এম মজনু ই-ইলাহী, সুকণ্ঠ আউলিয়া, মো.রেজাউল করিম ও মো.সিকান্দার আবু জাফর।

ফরিদপুর : ফরিদপুর সদর, মধুখালী ও চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ১৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফরিদপুর সদর : উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। তারা হলেন, সামচুল আলম চৌধুরী, গোলাম রাব্বানী খাঁন, বর্তমান চেয়ারম্যান মো.আব্দুর রাজ্জাক মোল্লা, রউফ উন নবী, কে এম নাজমুল ইসলাম, মো.মনিরুল হাসান ও ফকির মো.বেলায়েত হোসেন। ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৬ জন। তারা হলেন, মো.আলমগীর হোসেন, মো.নজরুল ইসলাম, মো.ইমান আলী মোল্লা, মনিরুজ্জামান মনির, মো.আশিক ও মো.শাহিদ আল ফারুক। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন। তারা হলেন, রুখশানা আহমেদ, মাসুদা বেগম ও ফরিদা ইয়াসমিন।

মধুখালী : উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, মোহাম্মদ মুরাদুজ্জামান, আবু সাঈদ মিয়া, মির্জা আহসানুজ্জামান আজাউল ও মাহমুদা বেগম। ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৩ জন। তারা হলেন, মোহাম্মদ শাহিদুল ইসলাম জাহিদ, মুহাম্মদ মহসিন বিশ্বাস ও মো.আবুল কাসেম। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন। তারা হলেন, মোর্শেদা আক্তার ও শুক্লা ভৌমিক।

চরভদ্রাসন : উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। তারা হলেন, মোতালেব হোসেন মোল্লা, মো.খবির উদ্দিন শেখ, মো.ফারুক হোসেন মৃধা, সৈয়দ নিজাম উদ্দিন আহমেদ, মো.আনোয়ার আলী মোল্যা, বর্তমান চেয়ারম্যান মো.কাউছার ও মো.ফয়সাল হাসান। ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৭ জন। তারা হলেন, সেক সোলায়মান, মোন্নাফ মোল্যা, শামীম রেজা, কাওছার হোসেন, মোশারফ হোসেন, মোহাম্মদ সামসুদ্দিন মোল্লা ও জান-এ-আলম। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন। তারা হলেন, তানজিনা আকতার, নাজমা বেগম, রওশন আরা পারভীন ও হামেদা বেগম।

হরিরামপুর (মানিকগঞ্জ): হরিরামপুর উপজেলায় ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, হরিরামপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং জেলা আ.লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো.সাদ্দাম হোসেন, হরিরামপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.সেলিম মোল্লা, হরিরামপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো.আজিম খাঁন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.তামজিদ উল্লা প্রধান লিল্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.রাজিবুল হাসান রাজিব,  আয়ারল্যান্ডের ডাবলিন শহর আ.লীগের উপদেষ্টা সামছুল ইসলাম, হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.জাহিদুর রহমান তুষার এবং রাকিব হাসান। হরিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পিতা-পুত্র। তারা হলেন- হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.রাজিবুল হাসান রাজিব ও তার পিতা হরিরামপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.সেলিম মোল্লা। উপজেলায় বিএনপি সমর্থিত  চেয়ারম্যান পদে মো.জাহিদুর রহমান (তুষার) নামের প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে।

সন্দ্বীপ (চট্টগ্রাম): সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে একজন ও ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন, মগধরা ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ ফোরকান উদ্দিন আহমেদ, অ্যাড. নাজিম জামশেদ, ও শেখ মুহাম্মদ জুয়েল। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ওমর ফারুক ছাড়া কোন প্রতিদ্বন্দ্বী নেই। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হালিমা বেগম শান্তা ও নাহিদ তন্নী লিজা। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬৭৬ জন, পুরুষ ১,২৬,৬৮৯ মহিলা ১,১৮,৯৮৫ ভোট কেন্দ্র ৮৬, ভোট কক্ষ ৫৮৭।

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যানসহ অনলাইনে ১৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমদ বাপ্পি, সাবেক চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর তহসিলদারের ছেলে মো. আবদুর রহমান দিদার, মনোহর আলি কনটাক্টরের ছেলে মো. বাবুল মিয়া, সাবেক চর লরেন্স ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সদস্য সচিব আহসান উল্লাহ, সদ্য পদত্যাগকৃত চর কাদিরা ইউপি চেয়ারম্যান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নবী চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন, চর কালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইফুল্লাহর ছেলে আলাউদ্দিন সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, কেন্দ্রীয় ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক  আবদুল্লাহ আল ইসরাফিল, ছাত্রলীগ নেতা সালেহ উদ্দিন রাজু। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন, বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি, সাবেক উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক সাজেদা আক্তার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহাদা আক্তার। এসব তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী।

ঘোড়াঘাট (দিনাজপুর) : ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন দাখিল করেছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সদস্য কাজী শুভ রহমান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মাদ শামীম হোসেন চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আ.লীগের সদস্য আইনজীবী রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি সারওয়ার হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম সরকার।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির আলমগীর হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা যুবলীগের সদস্য ইফতেখার আহমেদ বাবু, ব্যবসায়ী আতিকুর রহমান টুকু, শিক্ষক শিবু কিস্কু ও মুক্তার হোসেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফেরদৌসী বেগম, মাজেদা বেগম, মর্জিনা বেগম, আফরিন সুলতানা, নারগিস খাতুন, শবনব বেগম ও লাকী বেগম।

সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীসহ ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, জামালপুর জেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো.আব্দুল্লাহ, উপজেলা আ.লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ মো. তালেব উদ্দিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলার পোগলদিঘা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন।  ভাইস চেয়ারম্যান পদে ডোয়াইল ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা গনেশ মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমীন হোসাইন শিবলু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার জেলী ও উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন শিখা মনোনয়পত্র জমা দিয়েছেন।

ফুলপুর (ময়মনসিংহ): ফুলপুরে উপজেলা পরিষদ নির্বাচন মোট ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান  উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু, ফুলপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, ময়মনসিংহ জেলা শ্রমিকলীগ নেতা আফতাব উদ্দিনসহ মোট ৫ জন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছবুর সবুজ, উপজেলা উলামা লীগের সাবেক সভাপতি মাওলানা আজারুল ইসলাম, শিক্ষক আমিনুল ইসলাম, ডা. আবু সাঈদসহ মোট ৪ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী ও পান্না আক্তারসহ মোট ২ জন।

ভেদরগঞ্জ (শরীয়তপুর): ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জনসহ মোট ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আ.লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লা, সখিপুর থানা আ.লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ওয়াছেল কবির গুলফাম, সখিপুর থানা আ.লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো. ইউনুছ সরকার। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, আজহারুল ইসলাম সিকদার, ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রাড়ী, মো. আজহারুল ইসলাম গাজী ও মো. ফয়সাল আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান আকলিমা আক্তার, ভেদরগঞ্জ উপজেলা মহিলা আ.লীগ সভাপতি চিনু বেগম, আফসানা আহমেদ ও মিসেস রোকসানা বেগম। 

টিএইচ