গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন (বাগছাস) ও এনসিপির নেতাকর্মীরা এই অবরোধে অংশ নেন।
এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে ‘বিপ্লবীদের একশন, ডাইরেক্ট একশন; এনসিপির একশন, ডাইরেক্ট একশন; গোপালগঞ্জে হামলা কেন? ইন্টেরিম জবাব দে; আমার ভাই আহত কেন, জবাব দে; মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ; গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি?’ ইত্যাদি স্লোগান দেন।
অবরোধে শাহবাগ ও আশেপাশে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হতে দেখা গেছে। আন্দোলনকারীরা জানান তাদের অবরোধ সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকবে।
টিএইচ