রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

রাতে রাজধানীতে শিলাবৃষ্টি, জনজীবনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

রাতে রাজধানীতে শিলাবৃষ্টি, জনজীবনে স্বস্তি

টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরজীবনে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে রোববার রাতে হওয়া বৃষ্টি। রাত ১০টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে শিল পড়লেও তীব্র গরমের হাঁসফাঁস কমায় স্বস্তি অনুভব করছেন নগরবাসী।

এ সময় রাজধানীর লালবাগ, আজিমপুর, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় বজ্রসহ কালবৈশাখীর খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, এ মৌসুমে যশোরে সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা দেশের ৫২ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা।

এমনকি দেশের আবহাওয়ার রেকর্ড অনুযায়ী এটি দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া রেকর্ড সূত্রে এর আগে ১৯৭২ সালের ১৮ মে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড পাওয়া যায়। সেদিন রাজশাহীতে তাপমাত্রা ছিলো ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ৫৮ বছরের ইতিহাসে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গত ১৫ এপ্রিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ১৯৬০ সালে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

টিএইচ