শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ৩ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ৩ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নারায়ণগঞ্জর রূপগঞ্জে রাসায়নিক পদার্থ বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. বেলাল (৩৫), মো. রোমান (২০) ও মো. রাব্বানী (৩৫)।

শুক্রবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আমরা জানতে পেরেছি ক্যামিক্যাল বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হয়ে আমাদের এখানে দগ্ধ তিনজন এসেছেন।

তিনি বলেন, দগ্ধদের মধ্যে বেলালের শরীরের ২০ শতাংশ, রোমানের ৩৬ শতাংশ ও রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে তার বিস্তারিত কিছু জানা যায়নি।

তাদের হাসপাতালে নিয়ে আসা বিক্রমপুর স্টিল লিমিটেডের আরিফ খান জানান, সকালে লোহা গলানোর ভাট্টি লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিন শ্রমিক দগ্ধ হয়। বর্তমানে তারা তিনজন জাতীয় বার্নে ভর্তি রয়েছেন।

টিএইচ