শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে : সারজিস আলম

ময়মনসিংহ প্রতিনিধি

অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে : সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শকুনের নজর এখনও যায়নি, স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। তারা অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা করছে। এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার দুপুরে ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড নিয়ে বলেন, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, গুলি করার ভিডিও ফুটেজ, ছবি আছে। তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, বেঁচে থাকতে শহিদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দেব না।

টিএইচ