রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

আশুলিয়ায় নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সাভার উপজেলার আশুলিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৪ মে) আশুলিয়ার পলাশবাড়ি এলাকার কামাল গার্মেন্টসের পাশের পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- পাবনা জেলার সাথিয়া থানা এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক সরদার। তারা দুজনেই আশুলিয়া থানাধীন এলাকার একই মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা যায়, নিহত শিশুরা গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি তাদের পরিবার। পরে বুধবার (১৪ মে) সকালে ওই এলাকার একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার এসআই সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

টিএইচ