নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌর বাজারে শনিবার (২৬ জুলাই) অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মোহাম্মদ সাজ্জাত হোসেনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নইমউদ্দিন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রধান সড়কের দুপাশে অসংখ্য অবৈধ দোকানপাট বসে রাস্তার জায়গা ছোট করে ফেলায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তাছাড়া বাজারে সিএনজি অটোরিকশার আধিক্যের ফলে লোকজন স্বাভাবিকভাবে রাস্তা পারাপার হতে পারে না।
এ অভিযোগ অনেক দিন ধরে। মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান করে এগুলো বন্ধ করে দিলেও দু চার দিন পর আবার একই অবস্থায় ফিরে যায়। এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের পর যদি অবস্থা আগের জায়গায় ফিরে যায় তবে সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শাস্তি ও জরিমানা নিশ্চিত করা হবে।
টিএইচ