রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা

জামালপুরের ইসলামপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও ইউএনও মো. তৌহিদুর রহমান। মোট ১৬ কোটি ৭৫ লাখ  ৮৯ হাজার ৫২৮ টাকা বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ১৬৪ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ০৯ হাজার ৩৬৪ টাকা।

বাজেট অধিবেশনে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পপ. কর্মকর্তা ডা.এ.এ.আবু তাহের, প্রকৌশলী কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল হাবীব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা কামরুজ্জামান, ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান রফিকুল, পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ প্রমুখ।

উন্মুক্ত বাজেট ঘোষণা পৌরসভার কর্মকর্তাসহ বিভিন্ন নেতারা ও সুধীরা উপস্থিত ছিলেন।

টিএইচ