রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

কালীগঞ্জে ৬৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জে ৬৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স। শনিবার (২৮ জুন) কালীগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানের ৭টি দোকানে অভিযান চালানো হয়।

শনিবার (২৮ জুন) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর অভিযানে নেতৃত্ব দেন। এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযানে অংশ নেন। অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে ৪টি দোকান থেকে ৭৬০ কেজি অবৈধ চায়না দোয়াড়ি জাল ও ৯৯৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে টাস্কফোর্স। এসব জালের অনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়াও ৭টি দোকানে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের পৃথক ১১টি মামলায় ৬৪ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে এবং সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পরিবেশের ক্ষতিকর এসব অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টিএইচ