মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২
The Daily Post

কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে মিলল ৭ কোটি টাকার অবৈধ মালামাল

ভোলা প্রতিনিধি

কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে মিলল ৭ কোটি টাকার অবৈধ মালামাল

ভোলায় এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২০ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮৮৯ পিস আতশবাজি ও ১৯ হাজার ৬০০ শলাকা শুল্ক ফাঁকি দেয়া বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ডের ভোলা বেইস।

শনিবার (৫ জুলাই) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, গত শুক্রবার জেলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার কোস্টগার্ডের ভোলা বেইস শহরের কালিনাথ রায়ের বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় ঢাকা থেকে ভোলাগামী এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে বিদেশি সিগারেট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

এছাড়া নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তর, সিগারেট বরিশাল কাস্টমস ও ভোলা সদর থানায় আতশবাজি হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।

যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী-তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড কতৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টিএইচ