কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী টিএনটি পাড়া সংলগ্ন রেললাইন থেকে সিমা বেগম নামের এক গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (২২জুলাই) স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত সিমা বেগম টিএনটি এলাকার বাসিন্দা শাহিন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি কুলিয়ারচরের সালুয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে। নিহতের স্বজনরা জানান, সাড়ে তিন বছর আগে পারিবারিকভাবে সিমার সঙ্গে শাহিনের বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের একটি সন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার কলহ চলে আসছিল। সর্বশেষ এক সপ্তাহ বাবার বাড়িতে থাকার পর সোমবার সিমা শ্বশুরবাড়ি চলে আসেন। সিমাকে হত্যা করে তার মরদেহ রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছে বলে মনে করছেন তারা।
ঘটনার পর থেকেই নিহতের স্বামী শাহিন, শ্বশুর ও শাশুড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি মো. সাইদ আহমেদ (পিপিএম) বলেন, এটি আত্মহত্যা, না-কি হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচ