রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

কুষ্টিয়ার বটতৈল-পোড়াদহের বেহাল সড়ক সংস্কার করলো জামায়াত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার বটতৈল-পোড়াদহের বেহাল সড়ক সংস্কার করলো জামায়াত

কুষ্টিয়ার বটতৈল থেকে পোড়াদহ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তার উপরিভাগ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। বর্ষার বৃষ্টিতে গর্তগুলো পানিতে ভরে গিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। অহরহ ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন পথচারী ও চালকরা।

এ অবস্থায় সরকারি কোনো উদ্যোগ না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে স্থানীয়ভাবে শুরু হয়েছে সড়ক সংস্কারকাজ। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ কাজ শুরু করায় জনগণের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

বটতৈল-পোড়াদহ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত যাত্রী ও পণ্যবাহী ট্রাক। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম খাজানগর এবং পোড়াদহ কাপড়ের হাটও এই সড়কেই অবস্থিত।

কিন্তু ভাঙা সড়কের কারণে বাস, ট্রাক উল্টে যাওয়া, যানবাহনের যান্ত্রিক ত্রুটি ও পথচারীদের পড়ে আহত হওয়ার ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে উঠেছিল। এলাকাবাসী বহুবার সড়ক ও জনপদ বিভাগে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি।

এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী স্থানীয় উদ্যোগে রাস্তার বড় বড় গর্ত ভরাট ও সংস্কারকাজ শুরু করে।

সংস্কারকাজের উদ্বোধন করেন, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. রায়হান আলি, নায়েবে আমির হাজী ইউনুছ আলি, প্রচার সম্পাদক সামছুল হক রুবেল এবং স্থানীয় নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা। জামায়াত নেতারা জানান, জনদুর্ভোগ লাঘবে আমাদের এ উদ্যোগ। আমরা চাই সাধারণ মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারুক। আগামীতেও উন্নয়নমূলক কাজে পাশে থাকব।

৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বলেন, বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয়েছে। এই উদ্যোগে অন্তত কিছুটা স্বস্তি পেলাম। সড়কটি দ্রুত সংস্কার সম্পন্ন হলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে সরকারি উদ্যোগে পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু হওয়া প্রয়োজন, যাতে সাময়িক উদ্যোগ না থেকে স্থায়ী সমাধান আসে।

টিএইচ