রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

কুষ্টিয়ায় শহীদ জিয়াউর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধে তার অবদানবিষয়ক কর্মশালা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শহীদ জিয়াউর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধে তার অবদানবিষয়ক কর্মশালা

জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধে তার অবদান বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বির সভাপতিত্বে সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিনের  (নিশাত) এর সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি কুষ্টিয়া জেলা ছাত্রদল আব্দুল মুইদ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল কামাল উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জেলা ছাত্রদল  আব্দুল হাকিম মাসুদ,  সাবেক সভাপতি জেলা ছাত্রদল  মাহফুজুর রহমান মিথুন, সাবেক সাধারণ সম্পাদক  এস আর শিপন বিশ্বাসসহ জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল ধরে খাল খনন করেছেন। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিলে আজ এদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল।

আ.লীগ  বাকশাল তৈরি করে এদেশ থেকে গণতন্ত্রকে বিদায় দিয়ে এক দলীয় শাষন ব্যবস্থা কায়েম করেছিলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এদেশে থেকে বাকশাল তাড়িয়ে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। এ অনুষ্ঠানে ৫০টি স্কুলের দুজন করে বক্তব্য রাখেন এবং এক ঘণ্টা পাটি অফিসে শহীদ জিয়াউর রহমানের উপর রচিত বিভিন্ন পুস্তক পড়াশুনা করে কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন শতাধিক ছাত্র।

টিএইচ