‘আমার চোখে জুলাই বিপ্লব’ তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থান পালন উপলক্ষে কুড়িগ্রামে দুর্গম চরে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে সদর যাত্রাপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ঝুনকার চর মাঝিয়ালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় কুড়িগ্রাম জেলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপপরিচালক হাবিবুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, পরিবার পরিকল্পনা কুড়িগ্রাম উপপরিচালক মো. মোদাব্বের হোসেন, সদর ইউএনও সাঈদা পারভীন, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা জামায়াতে আমির মো. নিজাম উদ্দিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজান।
টিএইচ