কুড়িগ্রামে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশ নেন।
বুধবার (১৪ মে) বেসরকারি সাহায্য সংস্থা লাইট হাউজ টেরেডেস হোমস ফাউন্ডেশন সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন লাইট হাউজের প্রধান নির্বাহী মো. হারুন-অর- রশীদ।
এসময় বক্তব্য রাখেন, প্রোজেক্ট কো-অডিনটর জাহাঙ্গীর আলম, আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, জেন্ডার কম্পিলিয়ান্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন, যোগাযোগ ও গণমাধ্যম বিশেষজ্ঞ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সৈয়দ আশরাফ উল ইসলাম প্রমুখ।
টিএইচ