রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ

কুড়িগ্রাম প্রতিনিধি  

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ

কুড়িগ্রামে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বেসরকারি সংস্থা লাইট হাউজের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর ইউএনও সাঈদা পারভীন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন।

সবাই যেন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন। লাইট হাউজ দুর্যোগ নিয়ে যে কাজ করছে। এতে করে মানুষ দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়ে সচেতন হতে পারবেন বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. শাহাদৎ শাহরিয়ার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, পুলিশ কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জসিম উদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিডিয়াকর্মীরা। প্রশিক্ষণে লাইট হাউজ, প্রকল্পের ধারণা, বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন এবং সঞ্চালনা করেন লাইট হাউজের প্রকল্পের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড এবং আরটিক্যাল ১৯ অর্থায়নে লাইট হাউজ কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুরসহ ০৫টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাসরত নারী, কিশোরী ও প্রতিবন্ধী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করছে।

টিএইচ