কুড়িগ্রামে জেলার অধীনে ছাত্রজনতার ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পাঁচ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে এ চেক তুলে দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মো. সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম জেলা নাগরিক কমিটি (এনসিপি) সংগঠক মো. মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. ফয়সাল আহমেদ, মুখ্য সংগঠক মো. সাদেকুর ইসলাম প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে তারা কোনো দলের সম্পদ নয়, তারা সবাই পুরো দেশবাসীর সম্পদ। গণঅভ্যুত্থানে সব শহীদ পরিবারের কাছে আমরা ঋণী।
টিএইচ