রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

কৃষি বাঁচাতে ফরিদগঞ্জে কৃষকদের বিক্ষোভ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

কৃষি বাঁচাতে ফরিদগঞ্জে কৃষকদের বিক্ষোভ

চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলার কৃষক, ক্ষেতমজুর ও মৎস্যজীবীদের রক্ষা এবং সিআইপি (চাঁদপুর ইরিগেশন প্রজেক্ট) সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) ফরিদগঞ্জ প্রেস ক্লাব ও ওনুআ চত্বরে কৃষক সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁদপুর সেচ প্রকল্পের অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

সমাবেশে বক্তব্য দেন মৎস্যজীবী সংগ্রাম কমিটির সদস্য নুরুল ইসলাম কুট্টি, সবজি কৃষক নুরুল ইসলাম ভূঁইয়া, কৃষক খোরশেদ আলম, তবারক উল্লাহ, নোমান হোসেন, মিঠুন পাটওয়ারী, মৎস্যজীবী অবনি বর্মণ ও রহিমা আক্তার কলি।

বক্তারা বলেন, বিগত বছর ভয়াবহ জলাবদ্ধতায় সিআইপি বাঁধের ভেতরের আমন ধানসহ সব কৃষি ফসল ধ্বংস হয়ে গেছে। শত শত কোটি টাকার মাছ ভেসে গেছে। এর একমাত্র কারণ, ৩৫ বছরেও সেচ প্রকল্পের ভেতরের কোনো খাল খনন হয়নি। একশ কিলোমিটার সেচ প্রকল্পের চারপাশে থাকা বোরোপিট খালগুলো ও ডাকাতিয়া নদী দখল, দূষণ ও কচুরিপানার জটে বিপর্যস্ত। ফলে কৃষক ও মৎস্যজীবীরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সমাবেশ থেকে বক্তারা সিআইপি সংকটের স্থায়ী সমাধানসহ কয়েকটি দাবি জানান, সেচ প্রকল্পের খাল ও ডাকাতিয়া নদী খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করা। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান। কৃষিঋণ মওকুফ ও সার্টিফিকেট মামলা প্রত্যাহার প্রতিবছর ১ জানুয়ারি প্রকল্প এলাকায় পানি সরবরাহের নিশ্চয়তা। প্রতিটি উপজেলায় কন্ট্রোলরুম স্থাপন করে জলাবদ্ধতা ব্যবস্থাপনা। সমাবেশ শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

টিএইচ