শনিবার, ২৪ মে, ২০২৫
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Post

কোনাবাড়ীতে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল দাবিতে বিক্ষোভ

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

কোনাবাড়ীতে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল দাবিতে বিক্ষোভ

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) কোনাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ কোনাবাড়ী থানা শাখা।

এসময় বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন মুসল্লীরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, শাপলা ও জুলাইসহ সব গণহত্যার বিচার, হেফাজত ইসলামের সব নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।

হেফাজতে ইসলাম বাংলাদেশ কোনাবাড়ী থানা শাখার সভাপতি মুফতী ফরিদ উদ্দিন রহমানির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফতী আব্দুল মতিন সিরাজীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোনাবাড়ী থানা শাখার উপদেষ্টা মাওলানা সৈয়দ শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কোনাবাড়ী থানা শাখার সভাপতি মুফতী শেখ বেলাল মাহমুদী, সাধারণ সম্পাদক মুফতী আব্দুস সালাম বিন আখতার, জমিয়তে ওয়ালামায়ে ইসলাম বাংলাদেশ কোনাবাড়ী থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদসহ অন্য নেতারা।  

টিএইচ