বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২
The Daily Post

খুলনায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

খুলনা প্রতিনিধি

খুলনায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত সোমবার রাতে মহানগরীর নিরালায় সিটি কলেজের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন  বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। তিনি নিরালার ১৭নং রোডের ৩০৬ নং বাড়ি রওশন ম্যানশনের বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা জাকির হোসেকে ছুরিকাঘাত করে।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাকিরের মশার কয়েলের ডিলারশিপ ছিলো। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিয়ের ১৭ বছর পর তার একটি মেয়ে হয়। তার বয়স ৫ বছর।

বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, কি কারণে এ হত্যাকা্ল ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

টিএইচ