কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা পূর্বপাড়া গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। দীর্ঘ ১৫ বছর আগে নির্মিত এই রাস্তাটি বর্তমানে ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। ফলে অন্তত ৪-৫ হাজার মানুষ প্রতিদিন মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে।
জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ভাঙা ব্রিজ (কদমতলা) মোড়, যা আলতাফ মৃধার বাড়ির সামনের অংশ হিসেবে পরিচিত, সেখান থেকে শুরু হয়ে বাটু চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত সড়কটি নির্মিত হয় প্রায় দেড় দশক আগে। সময়ের সঙ্গে সঙ্গে পিচ ও ঢালাই উঠে গিয়ে এখন তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার হয়নি। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন তারা। এ নিয়ে একাধিকবার বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মালেক মেলেটারীর দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষ ও রোগী পরিবহন হয়ে থাকে। এরকম গুরুত্বপূর্ণ একটি সড়ক এতদিনেও সংস্কার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে রাস্তাটি নতুন করে পিচ ঢালাই অথবা জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
টিএইচ