গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. বায়োজিদ বোস্তামি জীমের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের।
বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধা সদর থানায় ৮৫ জনের নাম এবং ১০০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বায়োজিদ বোস্তামি জীমের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়।
ভুক্তভোগী বায়োজিদ বোস্তামি অভিযোগে উল্লেখ করেন, ২০২৪ সালের ১৪ জুলাই তাকে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ থেকে জোরপূর্বক অপহরণ করে জেলা ছাত্রলীগ সভাপতি মো. আসিফ সরকারের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করে। এবং রাতে গলাচেপে হত্যার চেষ্টা চালানো হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গত ৪ আগস্ট বেলা ২টায় বায়োজিদকে গাইবান্ধা ডিসি অফিসের সামনে থেকে উঠিয়ে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে মারধর করে। এসময় তার শরীরে ৭০-৭৫টি (রাবার বুলেট) গুলি ছোড়া হয় বলে এজাহারে উল্লেখ্য করা হয়েছে। এছাড়াও হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এজাহারে জেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সাংসদ মাহাবুব আরা বেগম গিনি, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।
এই বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার মুঠোফোনে বলেন, ৮৫ জনের নাম এবং ১০০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা রুজু করা হয়েছে।
ইতিপূর্বে যারা অন্য মামলায় গ্রেপ্তার রয়েছে তাদের শোনানো হবে এবং অন্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
টিএইচ