গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় এনামুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া সুন্দরগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ জুলাই) মিঠুপকুরের ইমাদপুর ইউনিয়নের জাদুরপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে এনামুল মিয়া মোটরসাইকেল চালিয়ে নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে মিয়ার বাজার এলাকায় পৌঁছালে অপর একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন।
অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলার লালচামার এলাকার তিস্তা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এ ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
টিএইচ