শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের মতবিনিময়  

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের মতবিনিময়  

নারীর প্রতি সহিংসতা পরিস্থিতি নিয়ে আইন ও সালিশ কেন্দ্র কর্মকর্তারা গাজীপুরে প্রতিবেদন উপস্থাপন ও মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলার দক্ষিণ ছায়াবীথি এলাকায় কেন্দ্রের  কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় চলতি বছরের মার্চ থেকে অক্টোবর নাগাদ জেলার পাঁচটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্রে সংঘটিত যৌন হয়রানি, বাল্যবিয়ে, ইভটিজিং, ধর্ষণ, অপহরণ, শারীরিক ও মানসিক নির্যাতন, গণপরিবহনে নির্যাতনসহ নানান ধরনের অপরাধ-কর্মককাণ্ডের  চিত্র তুলে ধরা হয়। 

সভায় আইন ও সালিশ কেন্দ্রের গাজীপুর অগ্নি প্রকল্পে কর্মরত সিএসও সদস্যদের মাধ্যমে প্রাপ্ত ওই তথ্য তুলে ধরা হয়। তথ্য তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্র-অগ্নি প্রকল্পের গাজীপুর শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান। 

তিন বছর মেয়াদি ওই অগ্নি প্রকল্প গাজীপুর জেলা ছাড়াও রাজশাহী জেলাতে প্রকল্পের সদস্যরা কাজ করছেন বলে আসাদুজ্জামান জানান। 

প্রকল্পের অর্থ ও প্রশাসন উপদেষ্টা ক্যামেলিয়া সাহা জানান, সচেতনতা বাড়াতে ফ্যাক্টরি কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কারখানায় কারখানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। 

নানা কারণে ২০২৪ সাল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে  তাৎপর্যপূর্ণ। বিশ্বজুড়ে চলমান যুদ্ধের অস্থির পরিস্থিতি, বর্তমান বাংলাদেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও পট পরিবর্তনের ফলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিরাজ করছে নানা অস্থিরতা ও প্রতিবন্ধকতা। যা উৎকণ্ঠার সৃষ্টি করেছে। 

মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনামুল হক, মাহতাব উদ্দিন আহমদ, এম নজরুল ইসলাম, সৈয়দ লিটন,  হাবিবুর রহমান, আবিদ হাসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ