রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

গুরুদাসপুরে চোরাইকৃত ৪টি গরু উদ্ধারসহ তিনজন আটক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুরে চোরাইকৃত ৪টি গরু উদ্ধারসহ তিনজন আটক

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় চোরাইকৃত ৪টি বিদেশি জাতের ফ্রিজিয়ান গরু উদ্ধার করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

শনিবার (২৬ জুলাই) নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, সকালে একটি ভটভটি গাড়িতে করে ৪টি গরু বহন করা হচ্ছিল। গরুগুলোর আচরণ ও লোকজনের কথাবার্তায় সন্দেহ হলে তারা গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জবাবে স্পষ্টতা না পেয়ে স্থানীয় লোকজন ভটভটি ও গরুগুলোসহ সংশ্লিষ্টদের আটকে রাখেন। পরবর্তীতে লক্ষ্মীপুর এলাকার মো. রবিউল করিম (পিতা-আব্দুল সোবহান) এসে একটি গরু শনাক্ত করেন।

তিনি জানান, গত রাত আনুমানিক ৪টায় তার গোয়ালঘরের উত্তর পাশের বেড়া ভেঙে চোরেরা একটি গরু চুরি করে নিয়ে যায়। দীর্ঘ অনুসন্ধানের পর সকালে নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনে তার গরুটি দেখতে পান। অভিযুক্ত তিনজনের মধ্যে আটক হন, মো. এনামুল হক (পিতা: মৃত আবুল হোসেন খান), সোনাপুর, সিংড়া। মো. আলী মুদ্দিন (পিতা: মৃত রইচ উদ্দিন), বিয়াঘাট, গুরুদাসপুর। মো. মোতালেব হোসেন (পিতা: মো. আব্দুর রশিদ), সোনাপুর, সিংড়া, যিনি ভটভটির চালক।

আটকদের স্থানীয়রা গণপিটুনির চেষ্টা করলে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইন-শৃঙ্খলার অবনতি এড়াতে গুরুদাসপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত এনামুল হক তিনটি গরু ৩ লাখ ৮৫ হাজার টাকায় দিলবর ও আব্দুর রাজ্জাক নামে দুই ব্যক্তি থেকে কিনেছিলেন বলে দাবি করেছেন।

চোরাই গরু একটিই ছিল যেটা শুধু ৬ হাজার টাকায় দুধগাড়ির গোড়ার ছেলে হাসেনের নিকট থেকে ক্রয় করে। অন্যদিকে, আলিম উদ্দিন ও ড্রাইভার মোতালেবের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা দৈনিক হাজিরায় ভাড়ায় গাড়ি চালাতে গিয়েছিলেন এবং চোরাই গরুর বিষয়ে কিছুই জানেন না। উদ্ধারকৃত চারটি গরুর মধ্যে একটি গরুর মালিক শনাক্ত হলেও বাকি তিনটি গরুর প্রকৃত মালিক এখনো শনাক্ত হয়নি।

তিনটি গরু ও একটি ভটভটি থানায় জিম্মায় রাখা হয়েছে। গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক জানান, চুরি হওয়া গরু উদ্ধারের পাশাপাশি সন্দেহভাজনদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে লক্ষ্মীপুর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টিএইচ