রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা জামায়াতের উদ্যোগে শহরের প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ হামলার তীব্র নিন্দা জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন আকন্দ বলেন, গোপালগঞ্জে এনসিপির ওপর যে নেক্কারজনক হামলা চালানো হয়েছে, তা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আমরা এই হামলার ঘটনায় জড়িত আ.সন্ত্রাসীদের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুনায়েদ হাসান, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান মাহমুদ, জেলা অফিস সম্পাদক মনির হোসেন এবং জেলা যুব ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজি সিরাজুল ইসলাম। সমাবেশের আগে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

টিএইচ