শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

চরফ্যাশনে জাটকা সংরক্ষণ সপ্তাহে র্যালি ও আলোচনা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে জাটকা সংরক্ষণ সপ্তাহে র্যালি ও আলোচনা

চরফ্যাশনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৮ এপ্রিল) কয়েকশ মৎস্যজীবীর অংশগ্রহণে একটি র্যালি চরফ্যাশন উপজেলা কমপ্লেক্স থেকে বের হয়ে চরফ্যাশন বাজার সদর রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চরফ্যাশন উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে  অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) এমাদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চরফ্যাশন থানার ওসি তদন্ত  খলিলুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহাগ খান, জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি আজাদ মীর প্রমুখ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসের সহকারী অফিসার হাজী আব্বাস উদ্দিন ফরাজী। সভায় বক্তারা জাটকা না ধরার উপর গুরুত্ব আরোপ করে বলেন, আমরা সবাই যদি জাটকা রক্ষার ব্যাপারে সচেতন না হই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ইলিশ শূন্য নদী দেখবে। এ সময় বক্তারা জাটকা রক্ষায়  আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।

টিএইচ