রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

চিলমারীতে শতবর্ষী কড়াই গাছের ভিতর জ্বলছে আগুন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

চিলমারীতে শতবর্ষী কড়াই গাছের ভিতর জ্বলছে আগুন

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক কড়াই গাছের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে। অনেকে বলছেন, এটা আগুন ধরিয়ে দেয়া হয়েছে আবার কেউ বলছে এটা আল্লাহ প্রদত্ত আগুন। এদিকে সকালে দমকলবাহিনী গিয়ে সেই গাছের আগুন নিভাতে ব্যর্থ হয়েছেন।

মঙ্গলবার (০১ জুলাই) এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলওয়েস্টেশনে। ঘটনাটি সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে।

এসময় স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় রেলওয়েস্টেশনের গাছে আগুন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি গাছে আগুন লেগেছে।

স্কুলপড়ুয়া শিক্ষার্থী মিষ্টি বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভিতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সঙ্গে এখানে দেখতে এসেছি।

চিলমারী ইউএনও সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ারসার্ভিস আগুন নেভানোর জন্য সবদিক থেকে চেষ্টা করেও আগুন নিভাতে ব্যর্থ হয়েছে। পরে রেলওয়ে ও বনবিভাগকে বিষয়টি জানানো হয়েছে এখন তারা সিদ্ধান্ত নেবে দগ্ধ গাছটির ব্যাপারে।

টিএইচ