রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের বাজেট সভা অনুষ্ঠিত

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের বাজেট সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জুড়ী উপজেলার সদর ৫নং জায়ফরনগর ইউপির আয়োজনে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ে বার্ষিক বাজেট সভা। (অর্থবছর ২০২৫-২৬) ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, আয়-ব্যয়ের খতিয়ান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। বাজেট পেশ করেন ইউপির সচিব রঞ্জন রায়।

২০২৫-২০২৬ সালের বাজেটে প্রাথমিক খরচ  ধরা হয়েছে  ২৬ লাখ ৭৫ হাজার ৯৪৯ টাকা, রাজস্ব  প্রাপ্তি ধরা হয়েছে ২৯ লাখ ৫ হাজার, উন্নয়ন প্রাপ্তি ২ কোটি ১৯ লাখ ৪৯ হাজার ২৭৮ টাকা, রাজস্ব ব্যয় ১৮ লাখ ৮৯ হাজার ৬শ টাকা, উন্নয়ন ব্যয় ২ কোটি ২৪ লাখ ১ হাজার ৬৬৪ টাকা , উদ্বৃত্ত ২৯ লাখ ২৫ হাজার ৫৭ টাকা।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. আজাদ মিয়া, মো. ফজলু মিয়া, কামরুল হাসান, মো. সিরাজুল ইসলাম, মো. জাকির হোসেন মনির, মো. আবুল কাশেম, মো. আব্দুল জব্বার, মো. ফয়জুল ইসলাম। সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাসনা আক্তার, শিউলি আক্তার, রুসনা বেগম।

টিএইচ